ভোলানাথ বসু (১৮২৫ – ২২-৯-১৮৮২) চানক–চব্বিশ পরগনা। রামসুন্দর। ১৮৩৫ খ্রী. লর্ড অকল্যান্ড-প্রতিষ্ঠিত ব্যারাকপুর বিদ্যালয়ে ভর্তি হন। অকল্যান্ডের স্নেহভাজন ছিলেন। ১৮৪০ খ্ৰীঃ অকল্যান্ড নিজেই তাঁকে কলিকাতায় নব-প্রতিষ্ঠিত মেডিক্যাল কলেজে ভর্তি করান। ১৮৪৫ খ্রী. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংল্যান্ড যাবার সময় মেডিক্যাল কলেজের ২ জন উপযুক্ত ছাত্রকে বৃত্তি দিয়ে সঙ্গে নেবার ইচ্ছা প্ৰকাশ করলে ভোলানাথ ও গোপালচন্দ্র শীল এই বৃত্তি পান। এইসঙ্গে আরও ২ জন-গুডিভ চক্রবর্তী সরকারী অর্থে এবং দ্বারকনাথ বসু জনসাধারণের অর্থে বিলাত গিয়েছিলেন। বিলাতে থাকাকালীন উদ্ভিদবিদ্যার পরীক্ষায় তিনি ৭০ জনের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে উচ্চ প্ৰশংসাপত্র ও পুস্তক উপহার পান এবং বহু পদক ও উচ্চ প্ৰশংসাপত্ৰসহ ১৮৪৬ খ্রী. এম.ডি. উপাধি পেয়ে ১৮৪৮ খ্রী. ভারতে ফেরেন। ভারতবাসীদের মধ্যে, কি এদেশে কি বিদেশে, তিনিই লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রথম এমডি,। দেশে ফিরে প্রথমে কলিকাতা সুকিয়া লেনের ডাক্তারখানা ও হাসপাতালের তত্ত্বাবধায়ক হন এবং দ্বিতীয় শিখযুদ্ধের সময় (১৮৪৯) সেনাদলের চিকিৎসক হয়ে পাঞ্জাবে যান। কিছুকাল পরে সাঁওতাল বিদ্রোহের সময় তিনি ফীল্ড ফোর্সের চিকিৎসক নিযুক্ত হন। ক্ৰমে জেলের তত্ত্বাবধায়ক এবং অনারারি ম্যাজিষ্ট্রেট হয়েছিলেন। স্বাস্থ্যভঙ্গ হওয়ায় ১৮৭৬ খ্রী ইংল্যান্ডে যান। এই সময় তিনি ‘Principles of Rational Therapeutics: An Enquiry into the Respective Value of Quinine and Arsenic Ague’’, SKIR ‘A New System of Medicine Entitled Recognizant Medicine on the State of the Sick’ নামে দুখানি গ্রন্থ রচনা করেন। মৃত্যুর পর তাঁর ইচ্ছানুসারে তাঁর সমস্ত বৈজ্ঞানিক যন্ত্রাদি কলিকাতা মেডিক্যাল কলেজে দান করা হয় এবং জন্মস্থানে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়।
পূর্ববর্তী:
« ভোলানাথ দত্ত
« ভোলানাথ দত্ত
পরবর্তী:
ভোলানাথ ব্ৰহ্মচারী »
ভোলানাথ ব্ৰহ্মচারী »
Leave a Reply