ভোলানাথ দত্ত (১৮৪৭ — ১৯০৮)। কলিকাতার শোভাবাজার অঞ্চলে ন-পাড়ার দত্ত বংশে জন্ম। আর্থিক দুরবস্থার জন্য ১৩ বছর বয়সে তিনি চীনা বাজারের এক কাগজ-বিক্ৰেতা ঠাকুরদাস নাগের দোকানে চাকরি গ্ৰহণ করেন। পরে তিনি চীনা বাজারে নিজস্ব কাগজের দোকান খোলেন (১৮৬৬)। ১৯০৬ খ্রী. ‘জে-এন পাল’ নামে দোকান ও ১৯০৭ খ্রী. হ্যারিসন রোডে ‘ভোলানাথ দত্ত’ নামে দোকানের উদ্বোধন করেন। তাঁরই উদ্যোগে ১৮৭১ খ্রী. চীনা বাজারের কাগজ-ব্যবসায়ীদের নিয়ে ‘পেপার মার্চেন্টস অ্যাসোসিয়েশন’ গঠিত হয়।
পূর্ববর্তী:
« ভোলানাথ চন্দ্র
« ভোলানাথ চন্দ্র
পরবর্তী:
ভোলানাথ বসু »
ভোলানাথ বসু »
Leave a Reply