ভৈরবীচরণ (১৮শ শতাব্দী) আন্দুল-হাওড়া। রূপরাম ন্যায়বাগীশ। আন্দুলের নপাড়ি বন্দ্যাবংশীয় পণ্ডিতদের মধ্যে সর্বাপেক্ষা কীর্তিশালী ছিলেন। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে আন্দুল ‘দক্ষিণ নবদ্বীপ’ নামে খ্যাতিলাভ করেছিল। স্থানীয় জমিদার বসুমল্লিক ও রাজা রামলোচন রায়-গোষ্ঠীর পোষকতায় এই বিদ্যাস্থানে বহু পণ্ডিতের অভ্যুদয় হয়। ভৈরবীচরণের পৌত্র রামনারায়ণ তর্করত্ন আন্দুল বিদ্যালয় স্থাপনে অন্যতম উদ্যোক্তা ছিলেন। ‘সাংখ্যাতত্ত্ববিলাস’ ও ‘আগমতত্ত্ববিলাসে’র রচয়িতা রঘুনাথ তর্কবাগীশ তাঁর প্রপিতামহ ছিলেন।
Leave a Reply