ভূষণ দাস (? — আনু, ১৯১৬) আনুখাল-কালনা, বর্ধমান। সুকণ্ঠগায়ক ভূষণ দাস তাঁর যাত্রার দলে অভিনয় ও জুড়ির ভূমিকা উভয় ক্ষেত্রেই প্রয়োজনমত অংশ নিতেন। নবীনচন্দ্র সেনের ‘কুরুক্ষেত্র’ অবলম্বনে রচিত ‘অভিমন্যু বধ’ পালা কলিকাতায় পরিবেশন করে (১৮৯৮) বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর দলে অভিনীত ‘মাতৃপূজা পালাটি স্বদেশপ্রেমের কারণে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে দেয়। সঙ্গীত-রচনাতেও দক্ষ ছিলেন।
পূর্ববর্তী:
« ভূপেশচন্দ্ৰ নাগ
« ভূপেশচন্দ্ৰ নাগ
পরবর্তী:
ভূষণচন্দ্ৰ জানা »
ভূষণচন্দ্ৰ জানা »
Leave a Reply