ভূপেশ গুপ্ত (অক্টো ১৯১৪ – ৬-৮-১৯৮১) ইটনা-ময়মনসিংহ। কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান। ১৯৫২ খ্রী. রাজ্যসভার প্রতিষ্ঠাকাল থেকে একমাত্র তিনিই বরাবর এই সভার সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনের শুরু বিপ্লবী আন্দোলনের মাধ্যমে। ১৯৩০ – ৩১ খ্রী. বিপ্লবী কার্যকলাপের জন্য ধৃত হয়ে ১৯৩৭ খ্ৰী. পর্যন্ত বন্দীজীবন কাটান। অন্তরীণ অবস্থায় আইএ ও বি.এ. পাশ করেন। মুক্তি পেয়ে লন্ডন যান। সেখানে এল.এল.বি. ডিগ্ৰী পান ও মিডল টেম্পল থেকে ব্যারিস্টার হয়ে ১৯৪১ খ্রী. ভারতে ফিরে কমিউনিস্ট পার্টির সারাক্ষণের কর্মী হন। পশ্চিমবঙ্গে পার্টি বে-আইনী হলে ১৯৪৮ খ্রী. আত্মগোপন করে পার্টির কাজ করতে থাকেন। ১৯৫১ খ্রী গ্রেপ্তার হয়ে দমদম জেলে বন্দী অবস্থায় রাজ্যসভায় নির্বাচিত হন। কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদের ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। ১৯৫৭, ১৯৬০ এবং ১৯৬৯ খ্রী. মস্কোতে অনুষ্ঠিত কমিউনিস্ট অ্যান্ড ওয়ার্কার্স পার্টিগুলির আন্তর্জাতিক অধিবেশনের তিনটিতেই তিনি যোগ দেন। ১৯৬৬ খ্রী. থেকে সাপ্তাহিক ‘নিউ এজ’ পত্রিকার সম্পাদক এবং অধুনালুপ্ত ‘দৈনিক স্বাধীনতা’র সম্পাদকীয় বোর্ডের সদস্য ছিলেন। বাংলা ও ইংরেজীতে কয়েকটি পুস্তক রচনা করেছেন। চিকিৎসার জন্য মস্কোতে গিয়ে সেখানে মৃত্যু।
পূর্ববর্তী:
« ভূপেন্দ্ৰনাথ বসু
« ভূপেন্দ্ৰনাথ বসু
পরবর্তী:
ভূপেশচন্দ্ৰ নাগ »
ভূপেশচন্দ্ৰ নাগ »
Leave a Reply