ভূপেন্দ্রনাথ সান্যাল (১৮৭৭ — ১৯৬২)। সাহেবগঞ্জ ও ভাগলপুরে যৌবনকাল অতিবাহিত হয়। রবীন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুমানিক ১৯০৩ খ্ৰী. শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয়ে শিক্ষকরূপে যোগ দিয়ে ১৯০৮ খ্ৰী. মাঝামাঝি পর্যন্ত এই কাজে নিযুক্ত থাকেন। বিদ্যালয়ের অধ্যক্ষরাপে তিনি যোগ্যতার সঙ্গে রবীন্দ্রনাথের সহায়তা করেছেন। পরবর্তী জীবন তাঁর ধর্মসাধনায় কাটে। বিহারের মুন্দারে ‘গুরুধাম’ নামে একটি ব্ৰহ্ম বিদ্যালয় স্থাপন করেছিলেন। তাঁর রচিত ও সম্পাদিত ধর্মগ্রন্থ: ‘শ্ৰীমদ্ভগবদগীতা’, ‘অবিনাশী কবীর গীতা’, ‘বিল্বদল’, ‘অভ্যাসযোগ’, ‘আত্মানুসন্ধান’ প্রভৃতি। ‘শতদল’ তাঁর ভক্তিরসাশ্রিত একটি কাব্যগ্রন্থ।
পূর্ববর্তী:
« ভূপেন্দ্রনাথ মিত্র, স্যার
« ভূপেন্দ্রনাথ মিত্র, স্যার
পরবর্তী:
ভূপেন্দ্ৰকুমার দত্ত »
ভূপেন্দ্ৰকুমার দত্ত »
Leave a Reply