ভূপেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় (১২৮৬? — ২১-৪-১৩৪৫ ব)। মেট্রোপলিটান ইনস্টিটিউশনে চতুর্থ বার্ষিক শ্রেণী পর্যন্ত পড়েন। ছাত্রাবস্থায় প্রধানত তাঁরই উৎসাহে ঐ কলেজে বাংলা ও ইংরেজী নাটক অভিনীত হত। কলিকাতায় শৌখীন নাট্যসম্প্রদায়ের অন্যতম প্রবর্তক এবং ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। বাঙলার বহু শৌখীন পেশাদার অভিনেতা তাঁর শিষ্যস্থানীয় ছিলেন। তাঁর রচিত বহু নাটক কলিকাতার রঙ্গমঞ্চে দীর্ঘকাল অভিনীত হয়েছে। তাঁর নাটকে জাতীয়তার ভোব পরিলক্ষিত হয়। কৌতুকপূৰ্ণ নাট্যরচনাতেও খ্যাতি ছিল। উল্লেখযোগ্য নাটক : ‘শাঁখের করাত’, ‘ভূতের বিয়ে’, ‘পেলারামের স্বাদেশিকতা’, ‘কেলের কীর্তি’, ‘বেজায় রগড়’, ‘কলের পুতুল’ প্রভৃতি। এছাড়াও শৌখীন সম্প্রদায়ের জন্য ‘অভিনয় শিক্ষা’ নামে গ্ৰন্থ রচনা করেন।
পূর্ববর্তী:
« ভূপেন্দ্ৰকৃষ্ণ ঘোষ
« ভূপেন্দ্ৰকৃষ্ণ ঘোষ
পরবর্তী:
ভূপেন্দ্ৰনাথ বসু »
ভূপেন্দ্ৰনাথ বসু »
Leave a Reply