ভূপেন্দ্ৰকৃষ্ণ ঘোষ (১২৯৩ – ২৮-৮-১৩৪৮ ব.)। কলিকাতা পাথুরিয়াঘাটা অঞ্চলের জমিদার। এই সঙ্গীতানুরাগীর বাড়িতে ভারতের সকল প্ৰান্তের গুণী সঙ্গীতজ্ঞগণ সমাদৃত হতেন। বঙ্গীয় সঙ্গীত সম্মিলন ও নিখিল ভারত সঙ্গীত সম্মিলনের অন্যতম পৃষ্ঠপোষক এবং ‘অল বেঙ্গল মিউজিক কনফারেন্সের’ (১৯৩৪) প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ও তাঁর পুত্র মন্মথনাথের (১৯১০–১৯৮৩) প্রচেষ্টায় ভারতীয় বাদ্যযন্ত্রের (লুপ্ত ও প্ৰচলিত) এক বিরাট সংগ্ৰহ তাদের বাসভবনে আছে। রাগরাগিণীর শাস্ত্ৰবৰ্ণিত রূপের চিত্রাবলীও তাদের সংগ্রহশালায় দেখা যায়।
পূর্ববর্তী:
« ভূপেন্দ্ৰকুমার দত্ত
« ভূপেন্দ্ৰকুমার দত্ত
পরবর্তী:
ভূপেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় »
ভূপেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply