ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায় (১৯-৩-১৯০২ — ২৪-৪-১৯৭২) আটী-ঢাকা। যোগেন্দ্ৰকিশোর। ঢাকার হেম ঘোষের নেতৃত্বে বিপ্লবী জীবন শুরু করেন। তিনি ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ বিপ্লবী দল সংগঠনে (১৯২৯) কৃতিত্ব দেখান। ঐ দলের নেতৃস্থানীয় ছিলেন। ১৯৩০ – ৩৮ খ্রী. স্টেট প্রিজনাররূপে বিভিন্ন জেলে বন্দীজীবন কাটান। গান্ধীজীর সঙ্গে কথা বলার জন্য ১৯৩৮ খ্রী. তাঁকে কলিকাতা প্রেসিডেন্সী জেলে আনা হয়। তার কিছুকাল পরে মুক্তি পান। ১৯২৮–৩২ খ্রী. তাঁর পরিচালিত ‘বেণু’ পত্রিকা যুবমহলে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। বিপ্লবী উজ্জ্বলা মজুমদারকে তিনি বিবাহ করেন। ‘চলার পথে’, ‘নারী’, ‘সবার অলক্ষ্যে’ (দু খণ্ড), ‘ভারতের সশস্ত্ৰ বিপ্লব’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গ্ৰন্থ। দণ্ডকারণ্যে উদ্বাস্তু পুনর্বাসনে সহযোগিতা করেন। মহাজাতি সদনের ট্রাস্টী ও বিপ্লবী নিকেতনের সহ-সভাপতি ছিলেন। সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয় ও পল্লী নিকেতন সংস্থার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
পূর্ববর্তী:
« ভূপালচন্দ্ৰ বসু
« ভূপালচন্দ্ৰ বসু
পরবর্তী:
ভূপেন্দ্রনাথ দত্ত »
ভূপেন্দ্রনাথ দত্ত »
Leave a Reply