ভূপালচন্দ্ৰ বসু (১৯০২ — ২৭-২-১৯৮১) ঢাকা। অনিল রায়ের সংস্পর্শে এসে ছাত্রাবস্থায়ই তাঁর বিপ্লবী জীবন শুরু হয়। কলিকাতা মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন। ১৯৩০ খ্রী. ডালহৌসি স্কোয়ার বোমার মামলায় অভিযুক্ত হন। বিচারে দীর্ঘমেয়াদী দণ্ড প্রাপ্ত হয়ে আন্দামানে প্রেরিত হন। মুক্তির পর প্রথমে ফরওয়ার্ড ব্লকে ও পরে সমাজবাদী আন্দোলনে যোগ দেন। কিছুদিন পশ্চিমবঙ্গ সংযুক্ত সোস্যালিস্ট পার্টির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সাম্প্রদায়িক দাঙ্গায়, সমাজসেবায় আর্তের পাশ দাঁড়িয়েছেন। অকৃতদার ছিলেন।
পূর্ববর্তী:
« ভূপতিমোহন সেন
« ভূপতিমোহন সেন
পরবর্তী:
ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায় »
ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায় »
Leave a Reply