ভূপতিমোহন সেন (১৮৮৮ – ২৩-৯-১৯৭৮)। গাণিতিক রাজমোহন। শিক্ষাবিদ ও গণিতজ্ঞ। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এস্ট্রান্স ও এফ.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীর বৃত্তি পান। বিএস-সি-তে তিন বিষয়ে অনার্স পান এবং গণিতে প্ৰথম শ্রেণীতে দ্বিতীয় হন। ১৯১২ খ্রী. মিশ্র গণিতে প্ৰথম হয়ে এম.এস-সি. পাশ করেন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে র্যাংলার হন এবং বিশেষ মর্যাদাপূর্ণ ‘স্মিথস’ প্রাইজ পান। ইংল্যান্ড থেকে ফিরে ইন্ডিয়ান এড়ুকেশন সার্ভিসে যোগ দেন। ঢাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কয়েক বৎসর কাজ করার পর প্রেসিডেন্সী কলেজে গণিতের অধ্যাপনা করেন। তারপর রাজশাহী কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। তাঁর পিতা এক সময় এই কলেজের প্রখ্যাত অধ্যাপক ছিলেন এবং তিনিও এই কলেজ থেকেই এফ.এ. পাশ করেন। ১৯৩১ খ্রী. থেকে ১৯৪৩ খ্রী. কলিকাতা প্রেসিডেন্সী কলেজের অধ্যক্ষ ছিলেন। অ্যাপ্লায়েড ম্যাথেমিটিক্স ও ফিজিক্সের উপর তিনি অনেক বই লেখেন। চিকিৎসক স্যার নীলরতন সরকার তাঁর শ্বশুর।
পূর্ববর্তী:
« ভূপতি মজুমদার
« ভূপতি মজুমদার
পরবর্তী:
ভূপালচন্দ্ৰ বসু »
ভূপালচন্দ্ৰ বসু »
Leave a Reply