ভূপতি মজুমদার (১-১-১৮৯০ – ২৭-৩-১৯৭৩) গুপ্তিপাড়া-হুগলী। নীলমাধব। বাল্য-শিক্ষা মায়ের কাছে। ১৯০৬ খ্রী. এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হুগলী কলেজে ভর্তি হন এবং আইএস-সি, ও বি.এ. পাশ করেন। অতি অল্পবয়সে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে অগ্নিীমন্ত্রে দীক্ষা নেন। বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দিয়ে ১৯০৬ খ্রী. কারারুদ্ধ হন। ঐ বছরই কলিকাতায় অনুষ্ঠিত ‘শিবাজী উৎসবে তিনি উপস্থিত ছিলেন। ১৯০৭ খ্রী. যাদবপুরে জাতীয় শিক্ষা পরিষদে যোগ দেন। জাতীয় কংগ্রেস, যুগান্তর দল ও স্বরাজ্য পার্টির নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আমেরিকায় ভারতীয় বিপ্লবীদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ১৯১১ খ্রী. তাকে আমেরিকা পাঠান হয়, কিন্তু আর্থিক সঙ্কটের জন্য ইউরোপ থেকে ফিরে আসেন। পরে আবার সিঙ্গাপুরের পথে আমেরিকা যান এবং ফেরবার সময় ১৯১৫ খ্রী. ইন্দোনেশিয়া দ্বীপের কাছে গ্রেপ্তার হন। ১৯২৩ খ্রী। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্বরাজ্য দলে যোগ দেন। কিছুদিন পর জাতীয় কংগ্রেসের বাঙলা শাখার সম্পাদক নির্বাচিত হন। চট্টগ্রাম অস্ত্রাগার দখলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘ দিন কারারুদ্ধ থাকেন। ‘ভারত-ছাড়’ আন্দোলন-কালেও তাঁকে কারাবরণ করতে হয়। দেশবিভাগের পক্ষপাতী ছিলেন না। পূর্ব-পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) তিনি নেলী সেনগুপ্তার সঙ্গে একযোগে কাজ করেন। পশ্চিমবঙ্গে ফিরে তিনি ড. প্ৰফুল্লচন্দ্ৰ ঘোষের মন্ত্রিসভায় এবং পরে ডাঃ বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় যোগ দেন। এরপর দু’বার নির্বাচনে পরাজিত হয়ে ১৯৫৭ খ্রী. রাজনীতি থেকে অবসর-গ্ৰহণ করেন। ১৯৫৩–৬৩ খ্রী. জাতীয় শিক্ষা পরিষদের সহ-সভাপতি ও পরে তার সভাপতি ছিলেন। এই অকৃতদার বিপ্লবী কর্মী সুবক্তা ও সঙ্গীত-রচয়িতা ছিলেন। বেদান্ত মঠের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
পূর্ববর্তী:
« ভূদেবপ্রসাদ সেন, ননী
« ভূদেবপ্রসাদ সেন, ননী
পরবর্তী:
ভূপতিমোহন সেন »
ভূপতিমোহন সেন »
Leave a Reply