ভূদেবপ্রসাদ সেন, ননী (১৯০৫ — ১৯৪৬)। ছাত্রাবস্থায় ময়মনসিংহে যুগান্তর দলে যোগ দেন। অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের সময় বিনা বিচারে দীর্ঘকাল কারারুদ্ধ ছিলেন। ১৯৪২ খ্রী ‘ভারত-ছাড়’ আন্দোলনের সময় আত্মগোপন করে রাজনৈতিক তৎপরতা চালিয়ে গেছেন। ১৯৪৬ খ্রী সাম্প্রদায়িক দাঙ্গায় সম্প্রীতির প্রচেষ্টাকালে আততায়ীর ছুরিকাঘাতে মারা যান।
পূর্ববর্তী:
« ভূদেব মুখোপাধ্যায়
« ভূদেব মুখোপাধ্যায়
পরবর্তী:
ভূপতি মজুমদার »
ভূপতি মজুমদার »
Leave a Reply