ভুবনমোহন রায়চৌধুরী (২২-৩-১২৩০ আশ্বিন ১৩০১ বঙ্গ) শ্ৰীপুর-খুলনা। তারকচন্দ্ৰ। ভবানীপুরের লন্ডন মিশনারী সোসাইটির স্কুলে কিছুদিন পড়েন এবং বাড়িতে উর্দু ও ফারসী শেখেন। ১২৪৭ বৰ্ণ সদর দেওয়ানী আদালতের উকিল হন। পরে হাইকোর্টে ওকালতি শুরু করেন। সংস্কৃত ছন্দে তিনি ‘ছন্দঃকুসুম’ ও ‘পাণ্ডবচরিত’ কাব্যগ্রন্থ রচনা করেন। ছন্দকুসুম’ গ্রন্থে তিনি ১৮৩ রকম ছন্দ ব্যবহার করেছেন। ‘পাণ্ডবচরিত’ গ্রন্থটি সংস্কৃত কাব্যের মত কয়েকটি সর্গে বিভক্ত এবং প্রতি সর্গে নূতন নূতন ছন্দ ব্যবহৃত হয়েছে।
পূর্ববর্তী:
« ভুবনমোহন রায়
« ভুবনমোহন রায়
পরবর্তী:
ভূতনাথ সাহু »
ভূতনাথ সাহু »
Leave a Reply