ভুবনমোহন রায় (১৮৪১ – ১৯৪১) কাঠশেংড়া-আমতা, হাওড়া। জমিদার বংশে জন্ম। উকিল নবনারায়ণ। বিখ্যাত উদ্যানতত্ত্ববিদ ও পুষ্পসজ্জার নামকরা শিল্পী। কলিকাতার চেতলায় ১৮৭৬ খ্রী. তিনি নার্সারী স্থাপন করেছিলেন। ভাইসরয় ও অন্যান্য রাজা-মহারাজার অনুরোধে তাঁদের বাসস্থানে পুষ্পসজ্জার ব্যবস্থা করতেন। এ কাজের জন্য বহু পুরস্কার ও মানপত্র পেয়েছেন। কিছুদিন কাশ্মীর মহারাজের গার্ডেন সুপারিনটেন্ডেন্টছিলেন। সাপ্তাহিক ‘গার্ডেনার্স ম্যাগাজিন’ পরিচালনা করতেন। রচিত গ্ৰন্থ ‘হিন্টস অন গার্ডেনিং’।
পূর্ববর্তী:
« ভুবনমোহন বিদ্যার্ণব
« ভুবনমোহন বিদ্যার্ণব
পরবর্তী:
ভুবনমোহন রায়চৌধুরী »
ভুবনমোহন রায়চৌধুরী »
Leave a Reply