ভুবনমোহন বিদ্যার্ণব (? — ১৯৪১) বেজুড়া-হবিগঞ্জ-শ্ৰীহট্ট। ঈশ্বরচন্দ্ৰ ভট্টাচার্য। হিন্দু শাস্ত্ৰ ও হিন্দু দর্শন অধ্যয়ন করে তিনি বিশেষ পাণ্ডিত্য অর্জন করলেও সাংবাদিক হিসাবেই তিনি খ্যাতিমান ছিলেন। হিতবাদী পত্রিকার কালীপ্রসন্ন কাব্যবিশারদের প্রেরণায় তিনি সাংবাদিকতার কাজে প্রবেশ করেন এবং কিছুদিন ঐ পত্রিকার সহ-সম্পাদকও ছিলেন। স্বদেশী আন্দোলনের সময় ১৯০৬ খ্রী. শ্ৰীহট্ট শহরের জাতীয় বিদ্যালয়ে প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত হন। রায়বাহাদুর দুলালচন্দ্র দেব, কালীকমল দাস প্রমুখ ব্যক্তিদের অর্থানুকূল্যে তিনি ১৯০৯ খ্রী. বাংলা সাপ্তাহিক ‘দেশব্রত’ প্রকাশ করেন। দু’বছর পরে শিলচরে এসে এরিয়ান ট্রেডিং কোম্পানী কর্তৃক প্রতিষ্ঠিত ‘সুরমা’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদনার ভার গ্রহণ করেন। তাঁর পরিচালনায় ১৯১৪ খ্রী. পত্রিকাটি দৈনিকে পরিণত হয়। বিপিনচন্দ্ৰ পালের উদ্যোগে শ্ৰীহট্ট থেকে ১৯২০ খ্ৰী. প্রকাশিত জাতীয়তাবাদী সাপ্তাহিক পত্রিকা ‘জনশক্তি’র তিনি প্ৰথম সম্পাদক ছিলেন। তাঁর বিশেষ কোন রাজনৈতিক মতবাদ না থাকলেও তিনি যুক্তিবাদী সাংবাদিক ছিলেন। চা-বাগানের ইউরোপীয় মালিকের গুলিতে চা-শ্রমিক খারিল-এর মৃত্যু-সংক্রান্ত আলোড়নকারী ঘটনা নিয়েও তিনি পত্রিকায় লিখেছিলেন। সুবক্তা হিসাবেও তাঁর খ্যাতি ছিল। তাঁর পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতাঁর জন্য বিদ্বৎসমাজ তাঁকে ‘বিদ্যাৰ্ণব’ উপাধি প্ৰদান করেন। কলেজীয় শিক্ষার প্রসারের কাজে তিনি কামিনীকুমার চন্দের বিশেষ সহযোগী ছিলেন। শেষ-জীবন তিনি শিলচরে কাটিয়েছেন।
পূর্ববর্তী:
« ভুবনমোহন বিদ্যারত্ন, মহামহোপাধ্যায়
« ভুবনমোহন বিদ্যারত্ন, মহামহোপাধ্যায়
পরবর্তী:
ভুবনমোহন রায় »
ভুবনমোহন রায় »
Leave a Reply