ভুজেন বন্দ্যোপাধায় (১৯০৫ – ২০-৩-১৯৭৯) আন্দুল-হাওড়া। অবস্থাপন্ন পরিবারে জন্ম। ছাত্রাবস্থাতেই স্বদেশী আন্দোলনে যোগ দেন ও কারাগারে যান। শালিমার ওয়ার্কস কারখানায় ফাউণ্ড্রীর সহকারী ফোরম্যান হিসাবে কাজ করার সময় তদানীন্তন কমিউনিস্ট নেতা বঙ্কিম মুখার্জী, ফিলিপ সম্প্রাট, সুরথ পাচাল, রাধিকা মুখার্জী প্ৰমুখের সংস্পর্শে এসে মার্ক্সবাদের প্রতি আকৃষ্ট হন। ১৯৩৮ খ্ৰী. কমিউনিস্ট পার্টির সদস্য হন। ঐ সময় তাদের চেষ্টায় শালিমার ওয়ার্কসের জাহাজ মেরামত ও ফাউড়ী কারখানায় এক শক্তিশালী ইউনিয়ন সংগঠিত হয়। উঁচু পদের কর্মকর্তা হওয়া সত্ত্বেও ১৯৪৮ খ্রী. শ্রমিক আন্দোলনের জের হিসাবে তিনশ জন ছাটাই কর্মীর মধ্যে তিনিও ছিলেন। ১৯৫২ খ্রী. পর্যন্ত আত্মগোপন করে থাকেন। বাইরে আসার পর ঐ উচ্চ বেতনের চাকরি ফিরে পেলেও তা গ্ৰহণ না করে কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হন। পৈতৃক সম্পত্তি বিক্রি করে সাধারণ কর্মীর মত থাকতেন। ভারতীয় খেতমজুর ইউনিয়নের সঙ্গে বিশেষভাবে জড়িত ছিলেন। দিল্লীতে খেতমজুরদের অভিযান লোকসভায় নিয়ে যাবার সময় আলিগড় স্টেশনে তাঁর মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« ভুজঙ্গাধর রায়চৌধুরী
« ভুজঙ্গাধর রায়চৌধুরী
পরবর্তী:
ভুবনচন্দ্র মুখোপাধ্যায় »
ভুবনচন্দ্র মুখোপাধ্যায় »
Leave a Reply