ভুজঙ্গাধর রায়চৌধুরী (১৮৭২ – ১৫-৯-১৯৪০) শিবহাটী-চব্বিশ পরগনা। রবীন্দ্রোত্তরকালে বাঙলাদেশের কবিগণের মধ্যে বায়োজ্যেষ্ঠ। ওকালতি করতেন। তাঁর কবিতা বিভিন্ন পত্রিকাদিতে প্ৰকাশিত হত। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘গোধূলি’, ‘রাকা’ ‘সিন্ধু, ‘মঞ্জরী’, ‘ছায়াপথ প্রভৃতি। এছাড়া গীতা ও উপনিষদের পদ্যানুবাদ করেও বিশেষ খ্যাতিলাভ করেছিলেন।
পূর্ববর্তী:
« ভুজঙ্গভূষণ ধর
« ভুজঙ্গভূষণ ধর
পরবর্তী:
ভুজেন বন্দ্যোপাধায় »
ভুজেন বন্দ্যোপাধায় »
Leave a Reply