ভীষ্মদেব চট্টোপাধ্যায় (৮-৮-১৯০৯ – ৮-৮-১৯৭৭) সরাই—পাণ্ডুয়া, হুগলী। আশুতোষ। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। জোড়াসাঁকো হাই স্কুলে পরার সময় নগেন ভট্টাচার্যের শিষ্য হরিদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শিখতে থাকেন। পরে বিখ্যাত গাইয়ে নগেন দত্তের কাছে গান শেখার ব্যবস্থা হয়। অল্পবয়সেই সঙ্গীতের বিভিন্ন দিকে অভিজ্ঞ হয়ে ওঠেন। ১১ বছর বয়সে উপনয়নের সময়ে যে গেরুয়া বসন পরে ব্ৰহ্মচর্য নিয়েছিলেন তাঁর প্রভাব বহুদিন স্থায়ী হয়েছিল। সংস্কৃত কলেজিয়েট স্কুলের ছাত্রাবস্থায় ১৩ বছর বয়সের বালক ভীষ্মদেবকে দিয়ে গ্রামোফোন রেকর্ড কোম্পানী নিধুবাবুর দুটি টপ্পা ‘এত কি চাতুরী সহে প্ৰাণ’ ও ‘সখি কি করে লোকের কথায়’ রেকর্ড করায়। নগেন দত্তের বাড়িতে উত্তর-ভারতের বিখ্যাত ওস্তাদ, দিল্লী বাদশাহের সভাগায়ক বদল খাঁর সঙ্গে পরিচিত হয়ে তাঁর শিষ্যত্ব গ্ৰহণ করেন। পরে ফৈয়াজ খাঁর ব্যক্তিত্বে আকৃষ্ট হয়েছিলেন। ভগ্নস্বাস্থ্যের জন্য বিদ্যাসাগর কলেজের আইএ পড়া ছেড়ে দিতে বাধ্য হলেও আন্তঃ কলেজ প্ৰতিযোগিতায় খেয়াল, টপ্পা, ঠুংরী–তিন বিভাগেই অনেক পুরস্কার পান। বেতারজগতে ও ঘরোয়া আসরে গানের জন্য বিখ্যাত হয়ে ওঠেন। কাজী নজরুল নিজের গানে তাঁর সুর আরোপ করেন (‘এ ঘোর শ্রাবণ নিশি কাটে কেমনে)। নজরুলের আগ্রহে ১৯৩৩ খ্রী. মেগাফোন রেকর্ড কোম্পানীতে তিনি সঙ্গীত পরিচালনা ও শিক্ষার ভার নেন। এখানে অনেক নামকরা গাইয়ে, থিয়েটারের অভিনেত্রী, কানন দেবী, এমন কি বেগম আখতাঁরও তাঁর কাছে তালিম নিতেন সে সময়ে নিজের দুটি গান (মালকোষে) রেকর্ড হয়। ১৯৩৪ খ্ৰী. বেনারসে অনুষ্ঠিত প্ৰথম অল ইণ্ডিয়া মিউজিক কনফারেন্সে বাঙলাদেশ থেকে আমন্ত্রিত হন। ঐ বছরই বিবাহ করে শৌখিন ও সংসারী হয়ে ওঠেন। সঙ্গীত-জগতেও নাম ছড়িয়ে পড়ে। বারাণসী, ফৈজাবাদ, এলাহাবাদ, কানপুর, লক্ষ্ণৌ, সিন্ধুদেশের বিভিন্ন আসরে তাঁর সঙ্গীত জনপ্রিয় হয়ে ওঠে। পেলাব শান্ত ও মধুর কণ্ঠের অধিকারী ছিলেন। সঙ্গীতে নিজেকে প্রকাশ করার সঙ্গে সঙ্গে শচীন দেববর্মণ, কালী ঘোষাল প্রভৃতি অনেক গায়ককে অনুপ্রাণিত ও সাহায্য করেছেন। তাঁরই পরিচালনায় বড়ে গোলাম আলী খাঁ মেগাফোনে রেকর্ড করেন। হিন্দী ও বাংলা বহু সিনেমায় সঙ্গীত-পরিচালক ছিলেন। প্রচুর যশ ও অর্থের অধিকারী হয়েও ১৯৪০ খ্রী. সব ছেড়ে পণ্ডিচেরী আশ্রমে চলে যান। ১৯৪৮ খ্ৰী. ভগ্নস্বাস্থ্য নিয়ে সেখান থেকে ফিরে এসে গান গাওয়া থেকে শুনতেন। অনেক বেশি। উচ্চাঙ্গ সঙ্গীতে সিদ্ধ হলেও বাংলা রাগসঙ্গীতে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন।
পূর্ববর্তী:
« ভীমচরণ দাস মহাপাত্ৰ
« ভীমচরণ দাস মহাপাত্ৰ
পরবর্তী:
ভুজঙ্গভূষণ ধর »
ভুজঙ্গভূষণ ধর »
Leave a Reply