ভাস্কর মিত্ৰ (২০-১০-১৯৩৩ – ১৪-৩-১৯৮২) কলিকাতা। ‘বিচিত্ৰা’-র অন্যতম প্ৰতিষ্ঠাতা ও পরিচালক ডঃ সুশীলচন্দ্র। সঙ্গীত-পরিচালক। ১৯৫৬ খ্রী. বাংলায় এম.এ. পাশ করে শিবনাথ শাস্ত্রী কলেজে অধ্যাপক নিযুক্ত হন। প্রেসিডেন্সী কলেজে পড়ার সময়েই রবীন্দ্র পরিষদ পরিচালিত অনেক নাটক ও গীতিআলেখ্যর জন্য সংগীত রচনা করেন। পাশ্চাত্য সংগীতে সনাতন মুখোপাধ্যায় ও মার্গ সংগীতে রাধিকামোহন মৈত্রের কাছে তালিম নেন। পরিতোষ শীলের কাছেও সংগীতে পাঠগ্ৰহণ করেন। পাশ্চাত্য সংগীত শাস্ত্রে ও একাধিক যন্ত্র সংগীতে বিশেষ করে পিয়ানো-বাদনে কৃতবিদ্য ছিলেন। পেশাদার ও অপেশাদার বহু নাট্যগোষ্ঠীর সঙ্গে তাঁর যোগ ছিল। পেশাদারী মঞ্চে সংগীত পরিচালনায় কৃতিত্ব অর্জন করেন। ‘ভ্ৰান্তিবিলাসে’র জন্য ১৯৮০ খ্রী. দিশারী পুরস্কার পান। ‘আনন্দ বর্ধন’ নামে দেশ পত্রিকায় সংগীত সমালোচনা করেছেন। রবীন্দ্ৰভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীতের অধ্যাপক ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘রবীন্দ্রনাথ — গীতিকবি ও সুরকার’। গবেষণাপত্ৰ— ‘ভারতীয় সংগীতে পাশ্চাত্য সংগীতের প্রভাব।’ স্যার রমেশচন্দ্রের তিনি প্রপৌত্র।
পূর্ববর্তী:
« ভার্জিনিয়া মেরী মিত্র, ডাঃ
« ভার্জিনিয়া মেরী মিত্র, ডাঃ
পরবর্তী:
ভীম জানা »
ভীম জানা »
Leave a Reply