ভার্জিনিয়া মেরী মিত্র, ডাঃ (৩০-১০-১৮৬৫ – ১০-৪-১৯৪৫)। আদি নিবাস কলিকাতা। খ্ৰীষ্টধর্মাবলম্বী মতিলাল মিত্র। পিতারকর্মস্থল উত্তরপ্রদেশে জন্ম। প্ৰথম মহিলা এমবি-দের অন্যতম। ১৮৮১ খ্রী. কানপুর বালিকা বিদ্যালয় থেকে এন্ট্রান্স, ১৮৮৩ খ্রী. লক্ষ্মেী-এর ইসাবেলা থোবার্ন কলেজ থেকে এফ.এ. পাশ করে কলিকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন এবং ১৮৮৯ খ্ৰী. অনুষ্ঠিত প্রথম এম.বি. পরীক্ষায় তিনি প্রথম বিভাগে প্রথম এবং বিধুমুখী বসু প্ৰথম এল.এম.এস. পাশ করেন। কাদম্বিনী গাঙ্গুলী এই পরীক্ষায় পাশ না করলেও তাকে মহিলাদের স্পেশাল সাটিফিকেট দেওয়া হয়। ১৮৯৩ খ্ৰী. তিনি দ্বিতীয় এম.বি. এবং বিধুমুখী বসু দ্বিতীয় এম.বি. ও দ্বিতীয় এল.এম.এস পাশ করেন। ১৮৯৪ খ্রী. ডাঃ পূৰ্ণচন্দ্ৰ নন্দীর সঙ্গে তাঁর বিবাহ হয়। তিনি স্বামীর মহিলা-রোগীদের দেখতেন। কিন্তু নিজের নামে প্র্যাকটিস করতেন না।
পূর্ববর্তী:
« ভারতীপ্ৰাণা, প্ৰব্ৰাজিকা
« ভারতীপ্ৰাণা, প্ৰব্ৰাজিকা
পরবর্তী:
ভাস্কর মিত্ৰ »
ভাস্কর মিত্ৰ »
Leave a Reply