ভারতীপ্ৰাণা, প্ৰব্ৰাজিকা (জুলাই ১৮৯৪ – ৩০-১-১৯৭৩) গুপ্তিপাড়া-হুগলী। কলিকাতার বাগবাজারের বোসপাড়ায় মাতামহের গৃহে তাঁর বাল্য ও কৈশোর কাটে। পিতৃদত্ত নাম পারুল। মিশনারী স্কুলে বিদ্যাচর্চার আরম্ভ। ভগিনী নিবেদিতা। ১৯০২ খ্রী. বোসপাড়া লেনে বিদ্যালয় খুললে তিনি সেখানে ভর্তি হন। ব্ৰাহ্মণ-কন্যা–বাল্যেই বিবাহ হয়। কিন্তু ১৭ বছর বয়সে শ্ৰীমা সারদামণির কাছে মন্ত্রদীক্ষা নিয়ে সংসার ত্যাগ করেন। নিবেদিতাঁর সহকর্মিণী ভগিনী সুধীরা দেবী তাঁর নূতন নাম দিলেন সরলা। ১৯১৪ – ১৭ খ্ৰী. পর্যন্ত তিনি লেডী ডাফরিন হাসপাতালে ধাত্রীবিদ্যা ও শুশ্রুষাকাজে শিক্ষা নেন এবং ১৯২৭ খ্ৰীষ্টাব্দের পর প্রায় ৩০ বছর কাশীতে সাধনভজনে কাটান। ১৯৫৯ খ্রী. স্বামী শঙ্করানন্দ বেলুড় মঠে তাকে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস-দীক্ষা দিয়ে নাম রাখেন-প্ৰব্ৰাজিক ভারতীপ্ৰাণা পুরী। ঐ বছর আগস্ট মাসে রামকৃষ্ণ-সারদা মিশন গঠিত হলে তিনি সারদা মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষা হন। কলিকাতা, দক্ষিণ ভারত ও দিল্লী মিশনের শাখাকেন্দ্ৰগুলি তিনি পরিদর্শন করতেন। শঙ্করানন্দের নির্দেশে দীক্ষাদানে ব্ৰতী হন।
পূর্ববর্তী:
« ভারতচন্দ্র রায়
« ভারতচন্দ্র রায়
পরবর্তী:
ভার্জিনিয়া মেরী মিত্র, ডাঃ »
ভার্জিনিয়া মেরী মিত্র, ডাঃ »
Leave a Reply