ভবেশচন্দ্ৰ ভাদুড়ী (১৯১১ – ১০-৭-১৯৮২) নেতাজী সুভাষচন্দ্রের সহযোগী। ১৯৩৫ খ্রী. যাদবপুর থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ১৯৩৮ খ্ৰী বৃত্তি পেয়ে জার্মানী যাত্রা। নাৎসীরা তাঁর ওপর বিধিনিষেধ আরোপ করে এবং দেশ থেকে টাকা পয়সা পেতে বাধা দেয়। প্ৰায় উপবাসের অবস্থায় কোনরকমে Siemens কোম্পানীতে একটি কাজ পান। নেতাজী ১৯৪১ খ্রী. বার্লিনে এলে তাঁর সঙ্গে পরিচয় হয়। নেতাজীর ঐ দেশ পরিত্যাগ করার পূর্ব পর্যন্ত দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। ১৯৪৩–৪৪ খ্রী. হল্যান্ডের গোপন কেন্দ্র থেকে ‘ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি’র যে বাংলা খবর প্রচারিত হত তিনি তাঁর দায়িত্বে ছিলেন। নাৎসীরা এবং মিত্ৰপক্ষ উভয়েই তাকে যুদ্ধের সময়ে বন্দী করে রাখে। ভারতে ফিরে দামোদর ভ্যালি কর্পোরেশন ও রাচী হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে কাজ করেন।
পূর্ববর্তী:
« ভবেশচন্দ্র নন্দী
« ভবেশচন্দ্র নন্দী
পরবর্তী:
ভরতচন্দ্ৰ সিংহ »
ভরতচন্দ্ৰ সিংহ »
Leave a Reply