ভবেশচন্দ্র নন্দী (৯-১১-১৯০২ – ৩০-৮-১৯৮২) আদিনিবাস-ঢাকা। পিতারকর্মস্থল হুগলী সদরে জন্ম। বিপ্লবী নেতা যতীন রায়ের সংস্পর্শে এসে স্বাস্থ্যচর্চা, জনসভা প্রভৃতি আদর্শে শিক্ষা লাভ করেন। পরে ঢাকায় এসে সরাসরি বিপ্লবী দলে যুক্ত হন। ঢাকায় তাদের বাড়ী বিপ্লবীদের আশ্রয়স্থল ছিল। সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ব্রিটিশ শাসনকালে দীর্ঘদিন কারারুদ্ধ থাকেন। দেশ বিভাগের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর তিনি পূর্ব পাকিস্তানে থেকে মানবাধিকার রক্ষার মৌলিক সংগ্রামে তৎপর হন। পাকিস্তান জাতীয় কংগ্রেস প্ৰতিষ্ঠাতাদের অন্যতম। পাকিস্তানেও তাকে পাঁচ বছর কারাগারে কাটাতে হয়েছে। পাকিস্তানে কনস্টিটুয়েন্ট অ্যাসেমব্লির সদস্য ছিলেন। পাকিস্তান মাইনরিটি কমিশন ও ল কমিশনের প্রতিনিধিরূপে পৃথিবীর বহু দেশ পরিভ্রমণ করেন। সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় আত্মনিয়োগ করে। ‘আমার দেশ’ নামে পত্রিকা প্ৰতিষ্ঠা ও সম্পাদনা করেন। বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে এই অকৃতদার বিপ্লবীর সক্রিয় ভূমিকা ছিল। মৃত্যুর বছর দুই আগে পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হন। ‘বিপ্লবী বাংলা’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য ও নিখিল ভারত স্বাধীনতা সংগ্ৰামী সমিতির পশ্চিমবঙ্গ। শাখার সভাপতি হয়েছিলেন।
পূর্ববর্তী:
« ভবেন্দ্রমোহন সাহা
« ভবেন্দ্রমোহন সাহা
পরবর্তী:
ভবেশচন্দ্ৰ ভাদুড়ী »
ভবেশচন্দ্ৰ ভাদুড়ী »
Leave a Reply