ভবেন্দ্রমোহন সাহা (১২৯৭ – ১৬-৭-১৩২৯ ব.)। কলিকাতা। উপেন্দ্রমোহন। ‘ভীম ভবানী’ নামে সমধিক প্ৰসিদ্ধ। ১৪/১৫ বছর বয়সে দর্জিপাড়ার ক্ষেতু গুহের আখড়ায় কুস্তি শিক্ষা শুরু করেন। ১৯ বছর বয়সে প্রফেসর রামমূর্তির শিষ্যত্ব গ্রহণ করে রেঙ্গুন, সিঙ্গাপুর, যবদ্বীপ প্রভৃতি স্থানে যান। তাঁর প্রতিভা শুরুকে ছাড়িয়ে গেলে তাকে রামমূর্তির দল ছাড়তে হয়। প্রফেসর কে. বসাকের হিপোড্রোম সার্কাসের সঙ্গে এশিয়া সফরে বেরিয়ে আত্মবলের পরিচয় দেন। দুহাতে দুটি চলন্ত মোটর গাড়ি অচল করে রেখে, সিমেন্টের পিপের উপর ৫/৭ জন লোককে বসিয়ে পিপের ধার দাতে চেপে শূন্যে ঘুরিয়ে, বুকের উপর ৪০ মণ পাথর চাপিয়ে তাঁর উপর ২০/২৫ জনকে খাম্বাজ খেয়াল গাইবার অবসর দান করে সকলকে অবাক করে দিতেন। জাপানের সম্রাট মিক্যাডো তাঁর শক্তির পরিচয় পেয়ে তাকে স্বর্ণপদক ও নগদ ৭৫০ টাকা দেন। ভরতপুরের মহারাজের কথায় তিনি তিনটি চলন্ত মোটরগাড়ী টেনে রাখেন। মুর্শিদাবাদের নবাব বাহাদুরের সন্তোষবিধানে হাতীশালার বুনো হাতী বুকের উপর চালান। স্বদেশী মেলার সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্ৰ পাল, অমৃতলাল বসু প্রভৃতির কাছে বীরত্ব প্রদর্শন করে অমৃতলালের কাছ থেকে ‘ভীমভবানী’ আখ্যা পান। পশ্চিমাঞ্চলের লোক তাঁকে ‘ভীমমূর্তি বলত।
পূর্ববর্তী:
« ভবানীপ্ৰসাদ ভট্টাচাৰ্য
« ভবানীপ্ৰসাদ ভট্টাচাৰ্য
পরবর্তী:
ভবেশচন্দ্র নন্দী »
ভবেশচন্দ্র নন্দী »
Leave a Reply