ভবানী সেন (১৯০৯ – ১০-৭-১৯৭২) পয়োগ্রাম-খুলনা। ভারতের সাম্যবাদী আন্দোলনের একজন বিখ্যাত বুদ্ধিজীবী। ১৯২৬ খ্ৰী। মূলঘর হাই স্কুল থেকে ডিভিসন্যাল বৃত্তি পেয়ে ম্যাট্রিক পাশ করেন। ১৯৩০ খ্রী. গ্রেপ্তার হন। দেউলীতে অন্তরীণ থাকা কালে অর্থনীতিতে এম.এ. পাশ করেন। ১৯৩৮ খ্ৰী. মুক্তি পেয়ে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। রেলকর্মীদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের উদ্যোক্তা। ১৯৪০ খ্রী. থেকে ১৯৪২ খ্ৰী. আত্মগোপন করে কৃষক আন্দোলন জোরদার করেন। এই সময় থেকেই পশ্চিমবঙ্গ কমিউনিস্ট পার্টির নেতৃপদ পান। ১৯৪৩ খ্রী. রাজ্য কমিউনিস্ট পার্টির সম্পাদক ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ১৯৪৬–৪৭ খ্ৰী কৃষকদের তে-ভাগা আন্দোলনে অগ্রণী ভূমিকা নেন। ১৯৪৮ খ্রী. কলিকাতায় দলের দ্বিতীয় পার্টি কংগ্রেসে পলিটবুরোর সদস্য হন। ১৯৪৮–৫১ খ্রী. পর্যন্ত আত্মগোপন করেন। ১৯৫৫ খ্রী. পুনরায় কেন্দ্রীয় কমিটিতে ও ১৯৬১ খ্রী. কেন্দ্রীয় কাৰ্যনির্বাহক কমিটিতে নির্বাচিত হন। ১৯৬২ খ্রী. কমিউনিস্ট পার্টি বিভক্ত হলে সি, পি. আই-এর রাজ্য কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে নির্বাচিত হন। ১৯৭১ খ্রী. কোচিন কংগ্রেসেও ঐ পদে অধিষ্ঠিত থাকেন। সাহিত্য ও সংস্কৃতি, দলীয় মতবাদ, সমসাময়িক সমস্যা প্রভৃতি বিষয়ে বিশ্লেষণমূলক রচনায় তাঁর প্রতিভার পরিচয় পাওয়া যায়। ছদ্মনামে রচিত রচনাবলীও সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টি করেছিল। মস্কোতে হঠাৎ মৃত্যু।
পূর্ববর্তী:
« ভবানী বণিক
« ভবানী বণিক
পরবর্তী:
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় »
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply