ভবানী বণিক (১৮শ শতাব্দী) সাতগেছে-বর্ধমান। খ্যাতনামা কবিয়াল। জাতিতে গন্ধবণিক। ভবানী বেনে নামে সমধিক খ্যাত ছিলেন। ব্যবসায়ের জন্য কলিকাতায় বসবাস করতেন। স্বভাব-কবি ছিলেন এবং গান রচনায় ও গান গাওয়ায় তাঁর সমান দক্ষতা ছিল। নিতাই দাসের সঙ্গে তাঁর প্রায়ই প্ৰতিযোগিতা হত। তাদের প্ৰতিযোগিতাকে লোকে ‘বাঘে মহিষের লড়াই’ বলত। তাঁর দলে একসময় রাম বসু কৃষ্ণ-বিষয়ক ও শ্যামা-বিষয়ক গান বাধতেন। তিনি নিজেও বহু সখীসংবাদ ও ভক্তিতত্ত্ব-বিষয়ক গান রচনা করেছেন।
পূর্ববর্তী:
« ভবানী পাঠক
« ভবানী পাঠক
পরবর্তী:
ভবানী সেন »
ভবানী সেন »
Leave a Reply