ভবানীপ্ৰসাদ ভট্টাচাৰ্য (১৯১৪ – ৩-২-১৯৩৫) জয়দেবপুর-ঢাকা। বসন্তকুমার। ছাত্রাবস্থায় গুপ্ত বিপ্লবী দলে যোগ দেন। বাঙলার কুখ্যাত গভর্নর অ্যান্ডারসনকে হত্যার প্রতিজ্ঞা নিয়ে তিনি কলিকাতা ও ঢাকা থেকে আগত অপর দুই জন সঙ্গী সহ মে ১৯৩৪ খ্রী. দাৰ্জিলিং পৌঁছান। রেস গ্রাউন্ডে তারা (৫-৮-১৯৩৪) অ্যান্ডারসনকে গুলি করেন। দুর্ভাগ্যবশত গুলি লক্ষ্যভ্ৰষ্ট হয় এবং তারা তিনজনেই ধরা পড়েন। বিচারে সঙ্গী একজনের কারাদণ্ড ও দুঃখপ্রকাশ করায় অপরজনের অল্প শাস্তি এবং ভবানীপ্ৰসাদের মৃত্যুদণ্ড হয়। রাজশাহী সেন্ট্রাল জেলে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী:
« ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
« ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
ভবেন্দ্রমোহন সাহা »
ভবেন্দ্রমোহন সাহা »
Leave a Reply