ভবাণীচরণ লাহা (১৮৮০ – ১৯৪৬) বিশিষ্ট ব্যবসায়ী চণ্ডীচরণ। আমিরাবাদ জমিদারবংশে জন্ম। খ্যাতনামা চিত্রশিল্পানুরাগী ও শিল্পী। ‘ভারতবর্ষ’ পত্রিকার প্ৰথম সংখ্যায় তাঁর অঙ্কিত ‘সীতার অগ্নিপরীক্ষা’ ও পরে আরও বহু ছবি প্ৰকাশিত হয়েছে। তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো, রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের সভ্য, কলিকাতা মহাবোধি সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং ‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অব আর্ট ইন ইন্ডাস্ট্রি’র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তা ছাড়া আরও অন্যান্য বহু শিল্পকলা ও সঙ্গীত-প্ৰতিষ্ঠানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ‘রূপমণি’ নামক শিল্প-প্রতিষ্ঠানের একজন পৃষ্ঠপোষক ছিলেন। ‘ললিতা’ নামে কলাশিল্প বিষয়ক পত্রিকা প্ৰতিষ্ঠা করেন। ভারতীয় চারুকলা প্ৰতিষ্ঠানের সদস্যরূপে মনোনীত হয়েছিলেন। দেশ বিদেশের বহু দুস্তপ্রাপ্য শিল্প সম্ভার সংগ্রহে বিশেষ আগ্রহ ছিল।
পূর্ববর্তী:
« ভবাণী, রাণী
« ভবাণী, রাণী
পরবর্তী:
ভবানন্দ শাহ (দীন) »
ভবানন্দ শাহ (দীন) »
Leave a Reply