ভবানন্দ শাহ (দীন)। নর্তন-শ্ৰীহট্ট। নর্তন গ্রাম একসময় ‘শ্ৰীহট্টের নবদ্বীপ’ বলে খ্যাত ছিল। সাধক কবি ভবানন্দ জাতিতে বৈদিক শ্রেণীর ব্ৰাহ্মণ ছিলেন। পরবর্তী কালে ইসলাম ধর্ম গ্ৰহণ করে ‘ভবানন্দ শাহ’ নামে পরিচিত হন। তিনি বহু সঙ্গীত রচনা করেছিলেন। তাঁর রচিত গ্রন্থের নাম ‘হরিবংশ’।
পূর্ববর্তী:
« ভবাণীচরণ লাহা
« ভবাণীচরণ লাহা
পরবর্তী:
ভবানন্দ সিদ্ধান্তবাগীশ »
ভবানন্দ সিদ্ধান্তবাগীশ »
Leave a Reply