ভবশঙ্করী। গ্ৰাম্য জমিদারের কন্যা। ছোটবেলা থেকেই অসিখেলা, ঘোড়ায় চড়া তাঁর ছোড়া প্রভৃতিতে পারদর্শিনী ছিলেন। ভুরশুটের রাজা রুদ্রনারায়ণ তাঁর বীরত্বে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন। কয়েকবছর পর রাজা মারা গেলে তিনিই রাজ্যের শাসনভার গ্ৰহণ করেন। এই সময় ভুরশুটের অধিবাসী পাঠান সর্দার। ওসমান খাঁ ভুরশুট আক্রমণ করেন। কিন্তু ভবশঙ্করীর বীরত্বে তিনি পরাজিত ও নিহত হন। কিছুদিন পর মোগল সম্রাট আকবর বীররাণী ভবশঙ্করীকে ‘রায়বাঘিনী’ উপাধিতে ভূষিত করেন।
পূর্ববর্তী:
« ভবভূষণ মিত্র, জগদগুরু সত্যানন্দ
« ভবভূষণ মিত্র, জগদগুরু সত্যানন্দ
পরবর্তী:
ভবাণী, রাণী »
ভবাণী, রাণী »
Leave a Reply