ভবভূষণ মিত্র, জগদগুরু সত্যানন্দ (? – ২৭-১-১৯৭০) বলরামপুর-যশোহর। স্বাধীনতা-সংগ্ৰামী। বিখ্যাত আলিপুর বোমার মামলায় অভিযুক্ত হয়েও মামলা চলাকালীন বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে সমর্থ হন। পরে বোম্বাই বন্দরে গ্রেপ্তার হন এবং একটি অতিরিক্ত মামলার রায়ে তাঁর দ্বীপান্তর হয়। পরবর্তী কালে মূলত সন্ন্যাসীর জীবন যাপন করলেও স্বাধীনতা আন্দোলনের বহু কর্মীকে তিনি প্ৰত্যক্ষ ও পরোক্ষভাবে প্রেরণা যুগিয়েছেন।
পূর্ববর্তী:
« ভবদেব ভট্ট
« ভবদেব ভট্ট
পরবর্তী:
ভবশঙ্করী »
ভবশঙ্করী »
Leave a Reply