ভবতোষ ভট্টাচাৰ্য (? – ১৯৪৮) চট্টগ্রাম। বিপিন। স্কুলে পড়ার সময় বিপ্লবী দলে যোগ দেন। যুযুৎসু ও ছোরা খেলায় পারদর্শী ছিলেন। ১৮ এপ্রিল ১৯৩০ খ্রী. চট্টগ্রাম অস্ত্ৰগার আক্রমণে ও ২২ এপ্রিল তারিখের জালালাবাদ পাহাড়ের যুদ্ধে বিজয়ী বিপ্লবী বাহিনীর অন্যতম ছিলেন। ৮/৯ মাস আত্মগোপনের পর নেতার নির্দেশে সহযোদ্ধা হরিপদ মহাজনের সঙ্গে ব্ৰহ্মদেশে যান। এখানে প্রতিকুল অবস্থায় নানা বেশে দিন কাটান। হরিপদ ১৯৪২ খ্রী. মারা যান। ১৯৪৫ খ্রী. চট্টগ্রামে ফিরলে তিনি ধরা পড়েন এবং কয়েকমাস জেলে কাটান। দেশবিভাগের পর পশ্চিমবঙ্গে চলে আসেন। কিছুদিন পরে মারা যান।
পূর্ববর্তী:
« ভগৎবীর তামাঙ
« ভগৎবীর তামাঙ
পরবর্তী:
ভবদেব ভট্ট »
ভবদেব ভট্ট »
Leave a Reply