ভক্তিবেদান্ত প্ৰভুপাদ, স্বামী (১৮৯৬ – ১৪-১১-১৯৭৭) কলিকাতা। গৌরমোহন দে। আন্তর্জাতিক কৃষ্ণ-চৈতন্য সমিতির প্রতিষ্ঠাতা। পূর্বাশ্রমের নাম অভয়চরণ। স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্ৰে অনার্স নিয়ে বি-এ, পাশ করেন। আমহার্স্ট স্ট্রীটের ডাক্তার কার্তিক বসুর ল্যাবরেটরিতে কাজ করতেন। ১৯২২ খ্রী. বিবাহ হয়। ১৯৩৩ খ্রী. গৌড়ীয় মঠের ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর কাছে দীক্ষা নেন। ১৯৪৪ খ্রী. ‘ব্যাক টু গডহেড’ পাক্ষিক পত্রিকা প্ৰকাশ করেন। ১৯৫৯ খ্রী. সংসার ত্যাগ করে ব্ৰজবাসী হন। গীতার ইংরেজী অনুবাদ করেন। ১৯৬৫ খ্রী. ৭০ বছর বয়সে কৃষ্ণনাম প্রচারের উদ্দেশ্যে আমেরিকা যান। এক বছর পরে ম্যানহাটানে ‘ইসকন’-এর সূচনা করেন। ১২ বছরে সারা বিশ্বে হাজার হাজার বিদেশী তাঁর শিষ্যত্ব গ্ৰহণ করে। প্রায় ৭০টি ধর্মগ্রন্থের রচয়িতা।
পূর্ববর্তী:
« ভক্তি পটুয়া
« ভক্তি পটুয়া
পরবর্তী:
ভগবতী দেবী »
ভগবতী দেবী »
Leave a Reply