ভক্তি পটুয়া। পানুরিয়া—বীরভূম। ঊনবিংশ শতাব্দীর শেষে বা বিংশ শতাব্দীর শুরুতে এই পটশিল্পীর আঁকা ‘সিন্ধুবধ’ পটটি অঙ্কন-রীতি ও রঙের টোনের বৈশিষ্ট্যে রভূমের যম-পটের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। পাটশিল্পে এই জেলার চিত্রকর সম্প্রদায়ের মধ্যে জানকীনগরের বসন্ত, সরধাগ্রামের রাখাল ও বাঁকু, ইটাগুড়িয়া গ্রামের সুদর্শন, জুনিদপুরের হৃষীকেশ প্রভৃতি ভাল পট আঁকতেন।
পূর্ববর্তী:
« ভক্তকুমার ঘোষ
« ভক্তকুমার ঘোষ
পরবর্তী:
ভক্তিবেদান্ত প্ৰভুপাদ, স্বামী »
ভক্তিবেদান্ত প্ৰভুপাদ, স্বামী »
Leave a Reply