ভক্তকুমার ঘোষ (২৬-৩-১৯১৪ – ১৪-১২-১৯৮৪) জলপাইগুড়ি। চা-শিল্পপতি যোগেশচন্দ্ৰ। পিতামহ গোপালচন্দ্র ছিলেন উত্তর-পূর্ব ভারতের চা-বাগান শিল্পের এক বিশিষ্ট ব্যক্তি। কলিকাতা মিত্ৰ ইন্সটিটিউশনের ছাত্রাবস্থায় বেঙ্গল ভলান্টিয়ার্সের সর্বাধিনায়ক হেমচন্দ্র ঘোষের সংস্পর্শে এসে গুপ্ত বিপ্লবী সমিতির সঙ্গে যুক্ত হন। ১৯৩৩ খ্রী. মেদিনীপুরের ম্যাজিষ্ট্রেট বার্জ নিহত হলে সন্দেহক্রমে পুলিশ তাকে ও তাঁর বোন সুশীলাকে গ্রেপ্তার করে পরে ছেড়ে দেয়। তাঁর এক ভাই তেজেশচন্দ্ৰ বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় কারারুদ্ধ থেকেছেন। প্রেসিডেন্সী কলেজ থেকে ফিজিওলজিতে প্ৰথম বিভাগে প্ৰথম হয়ে এমএস-সি, ও পরে আইন পরীক্ষা পাশ করেন। পারিবারিক ব্যবসায় যোগ দিয়ে তিনিই প্ৰথম প্লাইউড টি ইন্ডাস্ট্রির প্রবর্তন করে চা শিল্পের প্রভূত উপকার সাধন করেন। তাঁর বহুমুখী কর্মধারার মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য নিঃসঙ্গ প্ৰবীণ স্বাধীনতা সংগ্রামীদের জন্য আশ্রয়স্থল ‘বিপ্লবী নিকেতন’ স্থাপন (১৯৬৮)। প্ৰধানতঃ তাঁরই উদ্যোগে তাদের জন্য পেনশন-এর দাবী গৃহীত হয় (১৯৭২)। ২৪ পরগনার বাগুর ‘পল্লী নিকেতনে’র সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« বড়ু চণ্ডীদাস
« বড়ু চণ্ডীদাস
পরবর্তী:
ভক্তি পটুয়া »
ভক্তি পটুয়া »
Leave a Reply