ব্ৰহ্মানন্দ স্বামী (২১-১-১৮৬৩ – ১২-৪-১৯২২) শিকরা-কুলীনগ্রাম-চব্বিশ পরগনা। আনন্দমোহন ঘোষ। পূর্বনাম রাখালচন্দ্র। ১৮৭৫ খ্ৰী. কলিকাতায় ট্রেনিং একাডেমিতে পাঠকালে স্বামী বিবেকানন্দের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিবাহের পর সংসারের ওপর বীতশ্রদ্ধ হয়ে শ্ৰীরামকৃষ্ণের সংস্পর্শে এসে সন্ন্যাস-জীবন শুরু করেন। শ্রীরামকৃষ্ণদেবের দেহাবসানের পর স্বামী বিবেকানন্দ-প্রতিষ্ঠিত ‘রামকৃষ্ণ মিশনে’র প্রথম সভাপতি হন। জীবনের বেশির ভাগ সময় পুরী ও ভুবনেশ্বরে কাটান এবং পুরীতে মঠ স্থাপন করেন।
পূর্ববর্তী:
« ব্ৰহ্মময়ী দেবী
« ব্ৰহ্মময়ী দেবী
পরবর্তী:
বড়ু চণ্ডীদাস »
বড়ু চণ্ডীদাস »
Leave a Reply