ব্ৰহ্মকুমারী রায় (১৮৮৫ – ১৯-১১-১৯৬৮) কিশোরগঞ্জ-ময়মনসিংহ। পিতা বিহারীলাল সেন ব্ৰাহ্মধর্মের প্রচারক ছিলেন। এক বছর বয়সে মাতৃহারা হলে প্ৰথমে মাসীমা পরে ১৮৯২ খ্রী. থেকে বাঁকিপুরে প্ৰকাশচন্দ্র রায় ও অঘোরকামিনী দেবীর উদ্যোগে ব্ৰাহ্ম বালিকাদের জন্য প্রতিষ্ঠিত বিদ্যালয়ে প্রতিপালিত হন। পরে ঐ পরিবারের মধ্যম পুত্ৰ সাধনচন্দ্রের সঙ্গে তাঁর বিবাহ হয়। ডাঃ বিধানচন্দ্র রায় তাঁর দেবার। ‘নারী শিক্ষা সমিতি’, ‘নিখিল ভারত মহিলা সম্মেলন’, ‘অল বেঙ্গল উইমেনস ইউনিয়ন’ প্রভৃতি নানা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আজীবন নানাভাবে যুক্ত ছিলেন। ১৯৪২–৪৩ খ্রী. বাঙলাদেশে দুর্ভিক্ষের সময় নিরাশ্রয় ও ছিন্নমূল মেয়েদের জন্য অন্যান্য কয়েকজনের সঙ্গে মিলে ‘নারী সেবা সঙ্ঘ’ প্ৰতিষ্ঠানটি গড়ে তোলেন। কয়েক হাজার অসহায় নারী এখান থেকে শিক্ষা পেয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।
পূর্ববর্তী:
« ব্ৰজেন্দ্ৰলাল গঙ্গোপাধ্যায়
« ব্ৰজেন্দ্ৰলাল গঙ্গোপাধ্যায়
পরবর্তী:
ব্ৰহ্মবান্ধব উপাধ্যায় »
ব্ৰহ্মবান্ধব উপাধ্যায় »
Leave a Reply