ব্রজেন্দ্রলাল মিত্র, স্যার (১৮৭৫ – ২৬-১-১৯৪৯) ১৯০৪ খ্রী. ব্যারিস্টার ছিলেন। ১৯১২ খ্রী. বাঙলার স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য, ১৯২৫ খ্রী. অ্যাডভোকেট জেনারেল ও ১৯২৮ খ্রী. কেন্দ্রীয় সরকারের আইন সচিব হন। ১৯৩৪ – ১৯৩৭ খ্রী. বাঙলার শাসন পরিষদের সদস্য ছিলেন। ১৯৩৭ খ্রী. বরোদা রাজ্যের দেওয়ান হন। তিনিই সর্বপ্রথম দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন এবং বরোদা রাজ্যের ভারতভুক্তির ব্যাপারে সর্দার প্যাটেলকে সাহায্য করেন। ১৯৪৭ খ্রী.নভেম্বর ও ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অনাচার তদন্ত কমিটির সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« ব্রজেন্দ্রনাথ শীল
« ব্রজেন্দ্রনাথ শীল
পরবর্তী:
ব্ৰজবিহারী বর্মণ »
ব্ৰজবিহারী বর্মণ »
Leave a Reply