ব্ৰজেন্দ্রনারায়ণ চৌধুরী (৩০-১০-১৮৮০ – ৩১-৮-১৯৭২) পাইলগাঁও-শ্ৰীহট্ট। রসময়। জমিদার পরিবারে জন্ম। স্বাধীনতা সংগ্রামে শ্ৰীহট্টের একজন প্রথম সারির নেতা। কলিকাতা প্রেসিডেন্সী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র। ১৯০৫ খ্ৰী. এম.এ ও পরের বছর আইন পাশ করে প্রথমে কলিকাতার এক কলেজে অধ্যাপনা করেন। পরে স্বদেশী প্রচার ও আন্দোলন সংগঠনে স্বগ্রামে ফিরে যান। ১৯২০ খ্রী. বন্ধুদ্ধয় রায়বাহাদুর গিরিশচন্দ্ৰ নাগ ও রায়বাহাদুর রমণীমোহন দাসের সঙ্গে সিলেট-বেঙ্গল রি-ইউনিয়ন লীগ গঠন করে আসাম থেকে শ্ৰীহট্টকে মুক্ত করে বাঙলাদেশের সঙ্গে যুক্ত করার আন্দোলন চালান। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনে যোগদান করে কারাদণ্ড ভোগ করেন। স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠিত হলে তিনি তাতে যোগ দেন এবং আসাম আইন পরিষদে নির্বাচিত হন। পরে কংগ্রেস দল থেকে কেন্দ্রীয় আইন সভায় নির্বাচিত হন। পরবর্তী কালে পরিষদীয় রাজনীতির কার্যকলাপে বীতশ্রদ্ধ হয়ে তিনি কেন্দ্রীয় আইন সভার সদস্যপদ ছেড়ে দেন (১৯৪০)। ১৯২৯ খ্রী. শ্ৰীহট্ট কাছাড়ের বিধ্বংসী বন্যায় সংগঠনী শক্তি ও কর্মদক্ষতার পরিচয় দেন। ১৯৩২ খ্রী. শ্ৰীহট্ট জেলায় আইন অমান্য আন্দোলন পরিচালনায় তাঁর অসাধারণ নেতৃত্বের ফলে তাঁর নাম কিংবদন্তীতে পরিণত হয়েছিল। তিনি স্বগ্রামে একটি উচ্চ ইংরেজী বিদ্যালয়, একটি স্বাস্থ্যকেন্দ্র ও রাজনীতি থেকে অবসর নেওয়ার পর শ্ৰীহট্ট শহরে মহিলা কলেজ স্থাপন করেন এবং অবৈতনিক অধ্যাপক ও অধ্যক্ষরাপে কলেজটিকে সুপ্রতিষ্ঠিত করেন।
পূর্ববর্তী:
« ব্ৰজমোহন রায়
« ব্ৰজমোহন রায়
পরবর্তী:
ব্ৰজেন্দ্ৰকিশোর রায়চৌধুরী, আচাৰ্য »
ব্ৰজেন্দ্ৰকিশোর রায়চৌধুরী, আচাৰ্য »
Leave a Reply