ব্রজসুন্দর মিত্র (২৪-৩-১২২৭ – ৩-৯-১২৮২ ব.)। ঢাকা। ভবানীপ্ৰসাদ। কলেজের পাঠ সমাপ্ত হওয়ার পূর্বেই ১৮৪০ খ্রী. ঢাকা কমিশনার অফিসে কেরানীর চাকরিতে যোগ দেন। ১৮৪৫ খ্রী. ডেপুটি কালেক্টর হন ও ১৮৫১ খ্রী. আবগারী কালেক্টরের পদ লাভ করেন। ১৮৪৭ খ্রী তিনি ব্ৰাহ্মধর্ম গ্ৰহণ করেন এবং পূর্ববঙ্গে ব্ৰাহ্মসমাজ প্রতিষ্ঠা, বিধবা-বিবাহ প্ৰচলন, স্ত্রীশিক্ষা-বিস্তার, বহুবিবাহ ও মদ্যপানাদি দুনীতি নিবারণ প্রভৃতি বিবিধ জনহিতকর কাজে আত্মনিয়োগ করেন। জনসাধারণের মধ্যে উচ্চশিক্ষা-বিস্তারকল্পে ঢাকা জগন্নাথ কলেজের পরিকল্পনা হয় তাঁর গৃহেই। তিনি রামকুমার বসু, ভগবানচন্দ্ৰ বসু প্রমুখ ব্যক্তিদের সাহায্যে ঢাকায় একটি ছাপাখানা স্থাপন করেন। ঢাকা প্ৰকাশ নামে সাপ্তাহিক পত্রিকাটি সেখান থেকেই প্ৰকাশিত হয়।
পূর্ববর্তী:
« ব্রজগোপাল দাস
« ব্রজগোপাল দাস
পরবর্তী:
ব্রজেন্দ্রনাথ শীল »
ব্রজেন্দ্রনাথ শীল »
Leave a Reply