ব্ৰজভূষণ গুপ্ত (১৮৬৯ – ১৯৪০) পঞ্চাননপুর-মুর্শিদাবাদ। বিনোদলাল। ১৯০৫ খ্রী. বঙ্গভঙ্গ আন্দোলনের কাল থেকে দেশসেবার কাজে অংশ গ্ৰহণ করেন। তাঁরই উদ্যোগে বহরমপুরে ‘জাতীয় আদর্শ বিদ্যালয়’ স্থাপিত হয়েছিল। ১৯২১ খ্রী. আনুষ্ঠানিকভাবে তাকে সভাপতি এবং শ্ৰীকান্ত মুখার্জীকে সম্পাদক নির্বাচন করে জেলা কংগ্রেস কমিটি করা হয়। তাঁর গৃহে অনেক নেতাই পদার্পণ করেছেন। যে-সময়ে দেশবন্ধুকে স্টেশন থেকে নিয়ে যাবার জন্য পুলিসের ভয়ে গাড়ি পাওয়া যেত না, সেই সময়ে তিনি তাঁর গৃহে দেশবন্ধুর থাকার ব্যবস্থা করেছিলেন। ১৯২৭ খ্রী. বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে জেলা ছাত্র সম্মিলনীর প্ৰথম অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন।
পূর্ববর্তী:
« ব্ৰজবিহারী বর্মণ
« ব্ৰজবিহারী বর্মণ
পরবর্তী:
ব্ৰজমোহন জানা »
ব্ৰজমোহন জানা »
Leave a Reply