ব্রজকিশোর চক্রবর্তী (১৯১৩ – ২৫-১০-১৯৩৪) বল্লভপুর-মেদিনীপুর। উপেন্দ্রনাথ। ছাত্রাবস্থায় ১৯৩০ খ্রী আইন অমান্য আন্দোলনে যোগ দেন। পরে বিপ্লবী কার্যকলাপে অংশগ্ৰহণ করে মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিষ্ট্রেট বার্জ হত্যা ষড়যন্ত্রে অভিযুক্ত হন। মেদিনীপুর সেন্ট্রাল জেলে ফাঁসিতে মৃত্যু।
পূর্ববর্তী:
« ব্যোমকেশ মুস্তফী
« ব্যোমকেশ মুস্তফী
পরবর্তী:
ব্রজগোপাল দাস »
ব্রজগোপাল দাস »
Leave a Reply