ব্যোমকেশ মুস্তফী (১৮৬৮ – ১-৪-১৯১৬) কলিকাতা। খ্যাতনামা অভিনেতা অর্ধেন্দুশেখর। বাগবাজারের ব্ৰাউন ইনস্টিটিউশন এবং ওরিয়েন্টাল সেমিনারী বিদ্যালয়ের ছাত্র ছিলেন। কলিকাতা হাইকোর্টে চাকরি করতেন। ১৫ বছর বয়স থেকেই বাঙলা সাহিত্যের সেবায় আত্মনিয়োগ করেন। ১৮৮৪ খ্রী. ‘তপস্বিনী’ এবং ১৮৮৫ খ্রী. ‘ভারত’ নামে পত্রিকা প্ৰকাশে সাহায্য করেছিলেন। ‘বিশ্বকোষ’ সঙ্কলনে নগেন্দ্রনাথ বসুর সাহায্যকারী ছিলেন। তিনিই প্রথম বাংলা প্ৰাদেশিক শব্দ সংগ্ৰহ করেন এবং এই রকম কাজে সকলকে উৎসাহিত করেন। বিশ্বকোষ প্ৰথম সংস্করণে বাংলা ব্যাকরণ, প্ৰাচীন ও লৌকিক সাহিত্য, নাট্যশালা ইত্যাদি বিষয়ে তাঁর রচিত প্ৰবন্ধ প্ৰকাশিত হয়েছিল। ১৮৯৯ খ্রী. বঙ্গীয় সাহিত্য পরিষদের সহকারী সম্পাদক হয়ে আমৃত্যু কাজ করেন। বহু সাময়িক পত্রিকায় প্রবন্ধ লিখেছেন। ‘বঙ্গনিবাসী’, ‘ভারত-সংবাদ’, ‘সাপ্তাহিক বসুমতী’ এবং ‘মালা’ সাময়িক পত্রিকার সম্পাদনার কাজও করেছেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘ব্যাটরানিবাসী কবি ঠাকুরদাস দত্তের সংক্ষিপ্ত জীবনী’, ‘নববর্ষে অলঙ্কার’, ‘রোগশয্যার প্ৰলাপ’, (শ্ৰীরোগাতুর ছদ্মনামে), ‘ললাট লিখন’ (উপন্যাস সংগ্ৰহ) প্রভৃতি।
পূর্ববর্তী:
« ব্যোমকেশ চক্রবর্তী
« ব্যোমকেশ চক্রবর্তী
পরবর্তী:
ব্রজকিশোর চক্রবর্তী »
ব্রজকিশোর চক্রবর্তী »
Leave a Reply