ব্যোমকেশ চক্রবর্তী (১৮৫৫ – ২১-৬-১৯২৯) চন্দনপ্ৰতাপ-যশোহর গোবিন্দচন্দ্ৰ। বিশিষ্ট ব্যারিস্টার ও শিল্পপতি। ১৮৭৪ খ্রী. বি-এ, ও ১৮৭৮ খ্রী. অঙ্কে এম-এ পাশ করেন। ছাত্রাবস্থায় ১৮৭৪ – ৭৫ খ্রী. স্টুডেন্টন্স অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন। কটক র্যাভেনশ কলেজে ও শিবপুর ইঞ্জিনীয়ারিং কলেজে অধ্যাপনার পর ১৮৮২ খ্ৰী. বৃত্তিলাভ করে বিলাত যান। ১৮৮৫ খ্রী. ব্যারিস্টার হয়ে কলিকাতা হাইকোর্টে আইন ব্যবসায়ে ব্ৰতী হন। ১৯০৫ খ্রী. রাজনীতি শুরু করেন। ১৯০৬ খ্রী. বিদেশী পণ্যবর্জনের চেষ্টায় বঙ্গলক্ষ্মী কটন মিল প্ৰতিষ্ঠা করেন। তিনি বেঙ্গল ন্যাশনাল ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা (১৯০৮) এবং হিন্দুস্থান ইনসিওরেন্সের চেয়ারম্যান ছিলেন। তিনি বঙ্গীয় রাষ্ট্রীয় সম্মেলনের সভাপতি এবং ১৯১৪-১৬ খ্রী ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন। ১৯১৬ খ্ৰী হোম-রুল আন্দোলনে যোগ দেন। ১৯১৮ খ্রী. তিনি রাজনৈতিক বন্দীদের দ্বীপান্তর প্রেরণের নিন্দা করেন। ‘হিতবাদী’ ও ‘বন্দেমাতরম’ পত্রিকা মামলায় আসামী পক্ষ সমর্থন করেন। ১৯২০-২২ খ্রী. অসহযোগ আন্দোলনে যোগ দিলেও গান্ধীজীর অনুগত ছিলেন না। এরপরেই স্বরাজ্যদলে যোগ দেন, কিন্তু পার্লামেণ্টারী নীতিতে বিশ্বাসী ছিলেন। ১৯২৪ খ্রী. বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য এবং ন্যাশনাল পার্টির নেতা ও ১৯২৬–২৭ খ্রী. স্বায়ত্তশাসন বিভাগের মন্ত্রী ছিলেন। আগস্ট ১৯২৭ খ্রী. তাঁর বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য পদত্যাগ করেন। ১৯১৩ খ্রী. দামোদর বন্যায় এবং ১৯১৫ খ্ৰীঃ পূর্ববঙ্গের ঝড়ে স্মরণীয় সেবাকাৰ্য করেন। তিনি জমিদারী প্ৰথা বিলোপের বিরোধী এবং ল্যান্ডহোল্ডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ও ন্যাশনাল কাউন্সিল অফ এড়ুকেশনের অন্যতম প্রবর্তক ছিলেন।
পূর্ববর্তী:
« বোষ্টম দাস
« বোষ্টম দাস
পরবর্তী:
ব্যোমকেশ মুস্তফী »
ব্যোমকেশ মুস্তফী »
Leave a Reply