বোধানন্দ, স্বামী (১৮৭১ – ১৮-৫-১৯৫০) বাগান্ডা-হুগলী। শিবনারায়ণ চট্টোপাধ্যায়। পূর্বাশ্রমের নাম হরিপদ।। জগৎবল্লভপুর হাই স্কুল থেকে এন্ট্রান্স, রিপন কলেজ থেকে এফ.এ. ও বি.এ. পাশ করেন। তিনি নিজে যখন মেট্রোপলিটন স্কুলের ছাত্র, তখন স্বামী বিবেকানন্দ ঐ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ১৮৯৫–১৮৯৮ খ্রী.উক্ত স্কুলে শিক্ষকতা করেন। সারদা মার কাছে মন্ত্রদীক্ষা নেন এবং ১৮৯৮ খ্রী. স্বামীজীর কাছে সন্ন্যাস নিয়ে স্বামী বোধীনন্দ নামে পরিচিত হন। স্বামী ব্ৰহ্মানন্দের আদেশে বেদান্তপ্রচারার্থে আমেরিকায় যান। ১৯০৬ খ্রী. থেকে ১৯৫০ খ্রী. পর্যন্ত ৪৪ বছর বেদান্ত প্রচার করেন। রচিত গ্রন্থ: ‘Lectures on Vedanta. Philosophyo’। নিউ ইয়র্কে মৃত্যু।
পূর্ববর্তী:
« বৈষ্ণব দাস
« বৈষ্ণব দাস
পরবর্তী:
বোরহান উদ্দীন শার্খজ »
বোরহান উদ্দীন শার্খজ »
Leave a Reply