বৈষ্ণব দাস। টেঁয়া বৈদ্যাপুর-বর্ধমান। প্রকৃত নাম গোকুলানন্দ সেন। রাধামোহন ঠাকুরের মন্ত্রশিষ্য। তিনি বিখ্যাত ‘পদকল্পতরু’র সঙ্কলয়িতা। সংগৃহীত ও নিজ রচিত পদদ্বারা এই গ্ৰন্থ ১৮শ শতাব্দীতে রচনা করেন। অত্যন্ত ভাল কীর্তিনিয়াও ছিলেন। তাঁর রচিত গান। ‘টেঞার ঢপ’ নামে বিখ্যাত। কোন কোন পদের ভণিতায় ‘দীনহীন বৈষ্ণবের দাস’ এই রকম পরিচয় পাওয়া যায়।
পূর্ববর্তী:
« বৈদ্যনাথ সেন
« বৈদ্যনাথ সেন
পরবর্তী:
বোধানন্দ, স্বামী »
বোধানন্দ, স্বামী »
Leave a Reply