বৈদ্যনাথ রায় (? – ৩-১২-১৮৫৯) কলিকাতা। মহারাজা সুখময়। তিনি এবং তাঁর ভ্রাতারা দানশীলতা ও নানা সদনুষ্ঠানের জন্য কীর্তিমান ছিলেন। স্ত্রীশিক্ষা-প্রচারের সাহায্যকল্পে তিনি ‘লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এড়ুকেশন’কে ২০ হাজার টাকা দান করেন। ঐ টাকা সেন্ট্রাল স্কুল (কর্নওয়ালিস স্কোয়ারের পূর্বদিকে অবিস্থত) প্রতিষ্ঠায় ব্যয়িত হয়েছিল। স্কুলটি ১৮-৫-১৮২৬ খ্রী. প্রতিষ্ঠিত হয়। বেথুন স্কুল প্রতিষ্ঠার ২৩ বছর আগে স্ত্রীশিক্ষার এই বেসরকারী প্ৰচেষ্টা তৎকালীন শিক্ষিত মহলে অভিনন্দিত হয়। ধর্মতলার নেটিভ হাসপাতাল প্ৰতিষ্ঠার জন্য তিনি সরকারকে ৩০ হাজার টাকা এবং তাঁর দুই ভাই শিবচন্দ্র ও নরসিংহচন্দ্ৰ ২০ হাজার টাকা দান করেছিলেন।
পূর্ববর্তী:
« বৈদ্যনাথ মুখোপাধ্যায়, দেওয়ান
« বৈদ্যনাথ মুখোপাধ্যায়, দেওয়ান
পরবর্তী:
বৈদ্যনাথ সেন »
বৈদ্যনাথ সেন »
Leave a Reply