বৈদ্যনাথ বসু (১৩২৩ – ১৩৫৪ বঙ্গাব্দ)। স্কুলের ছাত্রাবস্থায় তিনি ১৯৩৬ খ্রী. লাহোরে নিখিল ভারত অলিম্পিকে বাঙলার প্রতিনিধিত্ব করে খ্যাতিলাভ করেন। এরপর বোম্বাই, পাতিয়ালা, বাঙ্গালোর, কলিকাতা প্রভৃতি স্থানেও অলিম্পিক প্রতিযোগিতায় বাঙলা দলের নায়কত্ব করে এবং জয়লাভ করে বাঙলার মুখোজ্জ্বল করেছিলেন।
পূর্ববর্তী:
« বৈজয়ন্তী দেবী
« বৈজয়ন্তী দেবী
পরবর্তী:
বৈদ্যনাথ ব্ৰহ্ম »
বৈদ্যনাথ ব্ৰহ্ম »
Leave a Reply