বৈজয়ন্তী দেবী (১৭শ শতাব্দী) খানুকা-ফরিদপুর। কোটালিপাড়া-নিবাসী পণ্ডিত কৃষ্ণনাথ সার্বভৌমের পত্নী। কাব্য, সাহিত্য, দর্শন, ধর্মশাস্ত্ৰ প্ৰভৃতিতে সুপণ্ডিত ছিলেন। স্বামী-স্ত্রী উভয়ে মিলিতভাবে ‘আনন্দ-লতিকা’ নামে কাব্যগ্রন্থ রচনা করেন। বাঙালী পণ্ডিতদের রচিত সংস্কৃত কাব্যের মধ্যে এটি একটি উৎকৃষ্ট গ্রন্থ। শোনা যায়, তিনি সুন্দরী ছিলেন না এবং বংশগৌরবে শ্বশুর কুল অপেক্ষা হীন ছিলেন-এ কারণে বহুদিন শ্বশুরালয়ে যেতে পারেন নি। পরে তাঁর সংস্কৃত শ্লোকে রচিত পত্রে কবিত্বশক্তির পরিচয় পেয়ে স্বামী তাকে গ্ৰহণ করেন।
পূর্ববর্তী:
« বৈকুণ্ঠনাথ সেন, রায়বাহাদুর
« বৈকুণ্ঠনাথ সেন, রায়বাহাদুর
পরবর্তী:
বৈদ্যনাথ বসু »
বৈদ্যনাথ বসু »
Leave a Reply